ঈদগাহ মাঠে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাগলা থানা এলাকার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়।

দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।

সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অর্পিত ক্ষমতাবলে অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করেন এনএম আবদুল্লাহ আল মামুন।

ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ জনের বেশি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh