চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

নরসিংদীতে চোর সন্দেহে যুবককে পিটুনির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। সোমবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব ও সাকিব।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- পাভেল, খবির ও ওসমান।

পলাশ থানার ওসি মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামে এক যুবককে চোর সন্দেহে পিটুনি দেয় ভাগদী এলাকার লোকজন। পুলিশ তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ কয়েকজন। সেখানে তাদেরও আটক করে পিটুনি দেওয়া হয়। খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে এলাকাবাসী।

আহত দুই ভাইকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান বড় ভাই রাকিবও।

ওসি মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনি দেয় স্থানীয়রা। তার প্রতিবাদ জানাতে গিয়ে পিটুনিতে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh