Logo
×

Follow Us

জেলার খবর

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৪:২৭

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মান্দা থানার ওসি মনসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন- রফিকুল ইসলাম সোহাগ, আশরাফুল ইসলাম সুইট, আসাদুজ্জামান মুন্না ও নাসির উদ্দিন।

ভুক্তভোগী নারী বলেন, রবিবার রাত সাড়ে ৭টার দিকে আমার স্বামী পিকআপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীন বাসায় এসে স্বামীকে ডাকাডাকি করে। স্বাধীন স্বামীর পূর্ব পরিচিত হওয়ায় আমি দরজা খুলে দেই। সঙ্গে সঙ্গে ৬-৭ জন যুবক ভেতরে প্রবেশ করে আমাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। একপর্যায় আমি চিৎকার দিলে এলাকাবাসী এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মনসুর রহমান বলেন, “ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫