নওগাঁর মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মান্দা থানার ওসি মনসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন- রফিকুল ইসলাম সোহাগ, আশরাফুল ইসলাম সুইট, আসাদুজ্জামান মুন্না ও নাসির উদ্দিন।
ভুক্তভোগী নারী বলেন, রবিবার রাত সাড়ে ৭টার দিকে আমার স্বামী পিকআপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীন বাসায় এসে স্বামীকে ডাকাডাকি করে। স্বাধীন স্বামীর পূর্ব পরিচিত হওয়ায় আমি দরজা খুলে দেই। সঙ্গে সঙ্গে ৬-৭ জন যুবক ভেতরে প্রবেশ করে আমাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। একপর্যায় আমি চিৎকার দিলে এলাকাবাসী এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মনসুর রহমান বলেন, “ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নওগাঁ মান্দা সংঘবদ্ধ ধর্ষণ যুবক গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh