মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।
নিহত অপর দুই আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়, গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শিবচর থানার ওসি রতন শেখ বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মাদারীপুর যুবক নিহত মোটরসাইকেলের সংঘর্ষ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh