জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷

রবিবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এই সংঘর্ষ হয়।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “জমির সীমানা নিয়ে কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। আজকে বড় আকার ধারণ করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়।”

ওসি আরিফ বলেন, “জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh