থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার ওসি নাজমুল হকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার দায়িত্ব অবহেলার কারণে লালপুর থানার ওসি নাজমুল হক ও দায়িত্বরত একজন উপ-পরিদর্শক এবং দুজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী এসে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যান নেতাকর্মীরা। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে আসামিসহ জড়িত গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করে।

যৌথবাহিনী ছিনিয়ে নেওয়া আসামি রুবেল উদ্দিনকে বুধবার দুপুরে পাবনার ইশ্বরদী থেকে আটক করে। মঙ্গলবার রাতে রুবেল উদ্দিনের চামটিয়ার বাড়ি থেকে তার দুই বোন রুপা খাতুন ও ফারজানা ইয়াসমিন এবং কদিমচিলান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে আটক করে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে লালপুর থানায় (ওসি তদন্ত) দায়িত্ব পালন করবেন।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh