মাদারীপুরে বাজি ফুটাতে বাধা দেওয়ার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার রাতে জেলার রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রাজৈর উপজেলার সালাউদ্দিন, সাগর আকন, ওমর মোল্লা, ইমন খান, সাব্বির শেখ, পুলিশ সদস্য জুয়েনসহ ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, ওসি সঞ্চয় কুমার ঘোষ ও এসআই তারেকসহ অন্তত ১২ পুলিশ সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।
পুলিশ জানায়, ঈদের পরে ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফুটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা।
এ সময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন।
পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে উভয় গ্রামের লোকজন।
সেই সূত্র ধরে শনিবার রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হন।
ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ওসিসহ ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মাদারীপুর সংঘর্ষ রাজৈর উপজেলা হামলা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh