মাগুরার সেই শিশুকে ধর্ষণের ঘটনায় চার্জশিট দাখিল, অভিযুক্ত ৪

মাগুরার ৮ বছরের সেই শিশুকে ধর্ষণের ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলাউদ্দিন। এতে শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘চার্জশিটে ধর্ষণ ও হত্যার ঘটনায় হিটু শেখকে প্রধান আসামি হিসেবে আভিযুক্ত করা হয়েছে। নিহত শিশুর বোনের জামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া বোনের শাশুড়ি জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।’ 

তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন পরিবর্তনের পর চার্জশিট দাখিল করা হয়েছে।’

গত ১ মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এর আগে ৮ মার্চ এ ঘটনায় শিশুটির মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় ভুক্তভোগীর বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। তারা সবাই কারাগারে আছেন। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে ব্যাপক আন্দোলন হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh