Logo
×

Follow Us

শিক্ষা

পানি সংকটের প্রতিবাদে হলের অফিস রুমে তালা

Icon

ববি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩৩

পানি সংকটের প্রতিবাদে হলের অফিস রুমে তালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের সুপেয় পানির সংকটের প্রতিবাদে হলের কেয়ারটেকারের অফিস তালাবদ্ধ করেছে আবাসিক শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ছয় মাস ধরে এই পানির সমস্যায় ভোগান্তিতে আবাসিক হলের শিক্ষার্থীরা৷ প্রতিনিয়ত শিক্ষার্থীদের খাবার পানি ,ওযু, গোসল, টয়লেটসহ বিভিন্ন প্রয়োজনে দৈনন্দিন জীবনে অপরিহার্য পানির সংকটে ভুগেছেন তারা৷ এছাড়া গত তিন ধরে খাবার পানি ও গোসলের পানির সংকট তীব্র আকারে দেখা দিয়েছে৷

তালাবদ্ধ রাখার বিষয়ে শেরে বাংলা হলের শিক্ষার্থী শরিফুল ইসলাম নিলয় বলেন, হলের সমস্যার অভিযোগ দিতে এসে দেখি কেয়ারটেকার আসেনি৷ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অফিস তালাবদ্ধ করে রাখি৷

শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী রিফাত সারোয়ার বলেন, গ্রীষ্মকাল থেকেই এই পানি সংকটে আমরা। প্রতিদিন দুপুর ১টায় গোসলের সময় পানি থাকে না৷ অনেকের ক্লাস পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রাম থাকে৷ হল প্রশাসনকে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানাই৷

বিষয়টি নিয়ে আরেক আবাসিক শিক্ষার্থী ইহতিশামুল হক জানান, হলের সমস্যার শেষ নেই৷ এর মধ্যে পানি সংকটে বেশি ভুগছে আবাসিক শিক্ষার্থীরা৷ গতকাল দুপুরে গোসল করতে ওয়াশরূমে গেছি দেখি পানি নাই, পরে সন্ধার দিকে গোসল করেছি, এভাবে প্রতিনিয়ত পানির জন্য অপেক্ষা করতে আমাদের পড়াশুনাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে৷ বারবার অভিযোগের পর সমস্যার স্থায়ী সমাধান নেই৷

এ বিষয়ে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনেছি, এবং সেগুলো সমাধান করা হয়েছে৷ তালাবদ্ধ করার বিষয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের পরপরই শিক্ষার্থীরা তালা খুলে নেয়৷ পানির সমস্যায় পানির নিচে লেয়ার ঠিকভাবে পাচ্ছে না যার জন্য এই সমস্যাটা বারবার ঘটছে৷ স্থায়ী সমাধানে ভিসি স্যারের সাথে আলোচনা করে দ্রুত সমাধান হবে বলে আশা রাখি৷ পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমাকে জানানোর আহ্বান রাখছি৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫