তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৮
-63dfc8d582283.jpg)
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
পদোন্নতিসহ তিন দফা দাবিতে আগামী মার্চ মাসে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহাসমাবেশ করবে। এর আগে আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি।
তাদের দাবিগুলো হলো- অর্থ মন্ত্রণালয় জারি করা জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টাইমস্কেল ফেরত দেওয়ার পরিপত্র বাতিল করা, চাকরিকাল ৫০ শতাংশ গণনা করে শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে বাদ পড়া প্রধান শিক্ষকদের নামের গেজেট প্রকাশ করা।