ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই অ্যালামনাই রিইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৩:৩১

ইউনিভার্সিটির মাঠে কবুতর উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।
ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ মার্চ) সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারপারসন মুহাম্মদ মাহফুজ হাসান।
ইস্টার্ন ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে আড়াই শতাধিক সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেন।
এদিন ইউনিভার্সিটির মাঠে কবুতর উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। উদ্বোধনের পর সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অতিথিদের আলোচনা, র্যাফেল ড্র এবং সবশেষে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সংগীত পরিবেশন করেন শবনম প্রিয়াঙ্কা ও এ সময়ের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েডরাফা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের বহুজাতিক কোম্পানি এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান।