Logo
×

Follow Us

শিক্ষা

হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আইসিইউতে ছাত্রী

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ২৩:৪২

হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আইসিইউতে ছাত্রী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১০ তলাবিশিষ্ট কৃষকরত্ন শেখ হাসিনা হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যাচেষ্টা করেছেন এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী হলের গার্ড পাভেল ভূঁইয়া বলেন, হঠাৎ শব্দ শুনে গার্ড রুম থেকে বাইরে এসে দেখি এক ছাত্রী নিচে পড়েছে। লাফ দেওয়ার সময় কাঁঠালগাছের ওপর পড়েছিল, ডাল ভেঙে নিয়ে নিচে পড়েছে। যতটুকু দেখেছি, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে।

জানা যায়, ওই ছাত্রী কৃষি অনুষদের ২০১৭ শিক্ষাবর্ষের। অসুস্থতার কারণে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নিয়মিত অংশ নিতে পারেননি। যে কারণে তিনি বর্তমানে পরের ব্যাচের (২০১৯ শিক্ষাবর্ষ) সঙ্গে পড়াশোনা করছেন। আগামী এপ্রিলে লেভেল ৩, সেমিস্টার ২ এর ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

তার সহপাঠীরা জানান, আহত শিক্ষার্থী হতাশায় ভুগছিলেন ও কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। তার বেশ কয়েকটা পরীক্ষা বাকি ছিল। শুনেছি অনেক শিক্ষক পরীক্ষাগুলো নেবেন না বলে জানিয়েছেন। এছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেননি।

তারা আরও বলেন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে তারা নাকি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এবং ২০২০ শিক্ষাবর্ষে পুনঃভর্তি হতে বলেছেন। ক্লাসে উপস্থিতির হার কম, ক্লাস-পরীক্ষা ও পারিবারিক চাপে আত্মহত্মার চেষ্টা করতে পারে বলে জানিয়েছেন সহপাঠীরা।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন বলেন, মেয়েটি ঢাকা মেডিকেলের আইসিইউতে আছে। অবস্থা আশঙ্কাজনক। হাত-পা ভেঙে গেছে। প্রচুর রক্তপাত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫