Logo
×

Follow Us

শিক্ষা

মাধ্যমিকের অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ২৩:৪৫

মাধ্যমিকের অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি: ফাইল

চলতি বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৭ থেকে ২২ জুন নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার (১০ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। যা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে, এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১ থেকে ১৮ জুন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম এবং অষ্টম থেকে দশম শ্রেণির স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে।

এ ছাড়া, ৭ থেকে ২২ জুনের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়ন বা প্রাক নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলছে, সেখানে ৩১ মে পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী অর্ধবার্ষিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। অর্ধবার্ষিক মূল্যায়নে নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ের কাঙ্ক্ষিত যোগ্যতার মূল্যায়ন প্রচলিত পেপার-পেন্সিল পরীক্ষার মাধ্যমে সম্ভব নয়।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ ইত্যাদির মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে৷

চিঠিতে বলা হয়, অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী ৫ কর্মদিবস প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও ১০টি বিষয়ের জন্য ১০ কর্মদিবস অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রয়োজন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫