-645fac953ff52.jpg)
প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। ছবি: ফাইল
চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র এবং শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারসমূহ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৩ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন বিভাগের এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালকদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কয় দিন পর্যন্ত স্কুল বন্ধ রাখা যাবে তা নিশ্চিত করে বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়।
আগামীকাল রবিবার (১৪ মে) থেকে পাঠদান করার মতো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
জানা গেছে, সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসকদের সঙ্গেও কথা বলেছেন।