Logo
×

Follow Us

শিক্ষা

হাবিপ্রবি ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১৮:১৮

হাবিপ্রবি ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

হাবিপ্রবি ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি। ছবি: প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থী ডা. পলাশ বসাককে আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রবিবার (২৮ মে) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের আহবায়ক ডা. পলাশ বসাক। 

ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ডা. পলাশ বসাক বলেন, ২০১৭ সাল থেকে ভেটেরিনারি শাখা মিলিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে , তারই ধারাবাহিকতায় আমরা প্ৰতিবছর ঈদ পুনর্মিলনীর আয়োজন করে থাকি। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই তাই বিশ্ববিদ্যালয় থেকে যতোগুলা ব্যাচ বের হয়েছে সবার সাথে যোগাযোগ খুব কম। একারণে সাহায্য করার মনমানসিকতা ও আমাদের নেই। প্ৰফেশনালিও আমরা অনেক পিছিয়ে। সেজন্য সকল ব্যাচের সাথে যেন যোগাযোগ থাকে সে জায়গাটিকে সুসংগঠিত কর। শিক্ষক ও শিক্ষাৰ্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি করা, শিক্ষাৰ্থীরা নানা সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যা সমস্যা সমাধানের জন্য নিদিষ্ট কোনো ফোরাম নেই এসব বিষয়ে দিকনিৰ্দেশনা দেওয়াই আমাদের উদ্দেশ্য। 

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগে বেশ আনন্দিত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বর্তমান শিক্ষার্থীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫