ইবি শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১৩:৫৫

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিভাগটির শিক্ষার্থীরা। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের উপর হামলা করেছে এক ব্যাংক কর্মকর্তা। এর প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯ টায় হামলাকারীর বিচার চেয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।
জানা যায়, গতকাল বুধবার সকালে প্রাতঃভ্রমণে বের হলে ড. মোস্তাফিজুর রহমানের উপর প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ অতর্কিত হামলা করেন। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতি ও রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা সকাল ৯টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার, বিচার দাবি ও অগ্রণী ব্যাংক থেকে অব্যাহতির দাবি জানান। একই সাথে হামলাকারীকে বিচারের আওতায় না আনা পর্যন্ত অগ্রণী ব্যাংক ইবি শাখা বন্ধ রাখারও দাবি জানান তারা। অবরোধের আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার না করলে আগামীকাল শুক্রবার আবারো তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে। এদিকে এক ঘণ্টা অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।
ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের দাবিগুলো আমরা লিখিত আকারে চেয়েছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিষয়টির সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে।