জাবিতে অবৈধ দেয়াল নির্মাণ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১৭:৪০

ছবি: জাবি প্রতিনিধি
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং হল থেকে রফিক জব্বার হল সংলগ্ন রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ করেছে বলে অভিযোগ আছে রফিক জব্বার হল ছাত্রলীগের নেতৃত্বে থাকা একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।
গত ২৯ জানুয়ারি ২১ নং হল উদ্বোধন করা হয়। তার দুই দিন আগে ২৭ জানুয়ারি মধ্যরাতে ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনে নামে রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা।
তাদের দাবি ছিল, ২১ নং হল থেকে রফিক জব্বার হলের সামনের রাস্তা বন্ধ করতে হবে এবং তাদের হলের সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। এসময় তারা রাস্তার মাঝখানে খনন করে। পরদিন (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রসাশনের আপত্তি থাকা সত্তেও রাস্তার মাঝখানে দেয়াল তুলে দেয় আন্দোলনকারীরা।
এই দেয়ালের কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে ২১ নং হলের শিক্ষার্থীদের। খাবারসহ নানা কাজে তাদেরকে রফিক জব্বার হলের পাশের দোকানে যেতে হয়। রাস্তা বন্ধ করার ফলে ২১ নং হলের পিছন দিয়ে মাটির রাস্তা দিয়ে পার হতে হয় এই পথ। একটু বৃষ্টি হলেই এই পথটি চলাচলের অনুপোযোগী হয়ে পরে। পাশাপাশি রাস্তা বন্ধ থাকায় নবনির্মিত এই হলের শিক্ষার্থীদের অনেকটা পথ ঘুরে পায়ে হেটে নিজ নিজ বিভাগে যেতে হয়।
ভোগান্তির বিষয়ে ২১ নং হলের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী আল-আমিন বলেন, আমাদের হলের আশেপাশে খাবারের দোকান নেই। রবীন্দ্র চত্ত্বরে গিয়ে খাবার খাই। হলের পিছন দিয়ে যেতে অসুবিধা হয়। আর বৃষ্টি হলে চলার অনুপযোগী হয়ে পরে পথটি। এতে আমাদের খুবই সমস্যা হচ্ছে।
এ বিষয়ে রফিক জব্বার হলের প্রভোস্ট শাহেদ রানা বলেন, এই রাস্তাটা জরুরি। দুইটা হলের দুই হাজার শিক্ষার্থী চলাচল করবে এই রাস্তা দিয়ে। তবে রফিক জব্বার হলের সামনের রাস্তা এত মানুষ চলাচলের জন্য প্রস্তুত নয়। ২২নং হল ও রফিক জব্বার হলের বাউন্ডারি নির্মানের পর রাস্তাটি খোলা হবে।
কত দিন পর খোলা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি সময় সাপেক্ষ। আমি বিশ্ববিদ্যালয় প্রসাশনের সাথে কথা বলেছি দ্রুত খোলার বিষয়ে। হল প্রশাসন দেয়াল তোলা ও ভাঙ্গার ক্ষমতা রাখে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কাজ করে থাকে।
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করেন এবং উপাচার্য মিটিং এ আছে এই মুহুর্তে তাকে দেওয়া সম্ভব না বলে জানান।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি উদ্বোধনের পর থেকে নানা সমস্যায় জর্জরিত ২১ নং হল। হলের ক্যান্টিনে খাবারের উচ্চমূল্য, অপরিষ্কার টয়লেট, চেয়ার টেবিলের সমস্যাসহ আরও নানা সমস্যায় ভুগছে ২১ নং হলের আবাসিক শিক্ষার্থীরা। এছাড়া পর্যাপ্ত জনবল না থাকায় সহস্রাধিক শিক্ষার্থীদের এই হলে ভোগান্তি বেড়েই চলছে।