Logo
×

Follow Us

শিক্ষা

হাবিপ্রবিতে প্রজেক্ট এক্সিবিশনের উদ্বোধন

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১২:২০

হাবিপ্রবিতে প্রজেক্ট এক্সিবিশনের উদ্বোধন

প্রজেক্ট এক্সিবিশন ৩.০ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন। ছবি: হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে প্রজেক্ট এক্সিবিশন ৩.০ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী ইসলাম, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আদিবা মেহজাবিন নিতু এবং এতে সভাপতিত্ব করেন ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর সভাপতি অধ্যাপক ড. মাহাবুব হাসান। এসময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে হাবিপ্রবিসহ অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করেছিলেন তার এবং স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার সুফল আমরা এখন পেতে শুরু করেছি।

তিনি আরো বলেন, আমাদেরকে রোবটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইটিলিজেন্সসহ এসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে। হাবিপ্রবির তরুণদের বিজ্ঞানভিত্তিক কার্যক্রম দেশের জন্য বড় কিছু বয়ে নিয়ে আসবে এতটুকু প্রত্যাশা করছি।

বক্তব্য শেষে উপাচার্য প্রদর্শনীতে অংশ নেওয়া প্রজক্টগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

'দি শর্টকাট', টেক ট্রান্সফরমার, স্মার্ট হোম, বিজনেস ম্যাগনেট, ইলেকট্রনিক এলিট সহ প্রায় ৪০টি প্রজেক্ট প্রদর্শন করে বিভাগটির শিক্ষার্থীরা। 

দুইদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয়দিনে (সোমবার) থাকছে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫