Logo
×

Follow Us

শিক্ষা

জাবিতে গণরুম থেকে ডেকে নিয়ে দুই ছাত্রকে মারধরের অভিযোগ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১২:১৬

জাবিতে গণরুম থেকে ডেকে নিয়ে দুই ছাত্রকে মারধরের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে গণরুম থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ওই হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে। তবে ছাত্রলীগের নেতারা বলছেন সেক্রেটারির গ্রুপকে ফাঁসাতে প্রেসিডেন্ট গ্রুপ থেকে পরিকল্পিত ভাবে এ গুজব ছড়ানো হয়েছে। 

গতকাল শুক্রবার (৪ আগস্ট) বিকেল চারটার দিকে মীর মশাররফ হোসেন হলের তৃতীয় তলায় ৩৫১ নং কক্ষের পাশে চিলেকোঠার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে গণরুমের দরজায় ভাঙচুর করে। 

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী ইমরান ও একই বর্ষের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পিকুল। আর অভিযুক্ত শিক্ষার্থী দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ব্যাচ) শিক্ষার্থী মারুফ ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাকিব। 

ভুক্তভোগীদের সহপাঠী ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম বলেন, ঘটনার সময় আমরা সবাই গণরুমে ছিলাম। তখন দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের মারুফ ভাই গণরুম থেকে ইমরানকে ডেকে নিয়ে যায়। প্রথমে তাকে হলের ছাদে নিয়ে পেটানো হয়। পরে ৩৫১ নং রুমে নিয়ে আবারও রড দিয়ে তাকে মারধর করা হয়। এছাড়াও মারুফ ভাই প্রায়ই কোনো কারণ ছাড়াই আমাদের এসে চড় থাপ্পড় মারে। 

এ ঘটনায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মোবাইল ফোনে অবহিত করলে রাত ১০টায় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও প্রভোস্ট সাব্বির আলম মীর মশাররফ হলে আসেন। তবে এসময় ভুক্তভোগী দুইজন শিক্ষার্থী কোনো মারধরের ঘটনা ঘটেনি বলে জানায়। প্রক্টরের উপস্থিতিতে তাদের দুজনের শরীর পরীক্ষা করে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তবে ৩৫১ নং কক্ষের পাশের চিলেকোঠার কক্ষে সরেজমিনে গিয়ে লোহার পাইপ ও লাঠিসোটা দেখতে পাওয়া যায়। 

ভুক্তভোগী ইমরান বলেন, গত তিনদিন আগে ৫০ ব্যাচের মারুফ ভাই ও রাকিব ভাই আমাকে ডেকে নিয়ে সেক্রেটারির গ্রুপে কারা রাজনীতি করতে চায় তাদের তালিকা দিতে বলে। আমার নৃবিজ্ঞান বিভাগের কয়জন এই হলে আছে তাদের তালিকা দিতে বলে। আমার একটু শরীর খারাপ ছিল। তালিকা দিতে পারি নাই। এজন্যে আমাকে আজকে দুপুরে তাদের রুমে ডেকে নিয়ে যায়। বকাঝকা করেছে। তবে মারধর করে নাই।'

ভুক্তভোগী পিকুল বলেন, আমাকে মারুফ ভাই আইন বিভাগের কয়জন এই হলে থাকে তার তালিকা দিতে বলেছে। এজন্যেই রুমে ডেকে নিয়ে গেছে। ভাইয়েরা মারধর করে নাই। 

এ ঘটনায় অভিযুক্ত মারুফ ও রাকিব জানান, আমরা দুপুরে তাদেরকে রুমে ডেকে নিয়ে এসেছি। কিছুটা উচ্চস্বরে কথা বলেছি। তবে মারধর করিনি।

এ ঘটনায় সেক্রেটারি গ্রুপের একাংশের নেতা ও শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক লেনিন মাহবুব বলেন, এখানে আমাদের সেক্রেটারি অংশের ছেলেরা নিজেদের গ্রুপের লোকজনকে ডেকে নিয়ে এসেছে। কিন্তু গণরুমে হইহুল্লোড় করেছে ভূগোলের ছেলেরা। বলেছে ওকে নাকি মারধর করা হয়েছে। প্রেসিডেন্ট অংশের ছেলেরা আমাদের ছেলেদের নামে ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়িয়েছে। 

এবিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির আলম বলেন, ঘটনা শুনেই আমরা হলে উপস্থিত হয়েছি। গণরুমে ছাত্রদের সাথে কথা বলেছি। কারা গণরুমের দরজা ভেঙেছে আমরা সিসিটিভি দেখে তাদের শনাক্ত করবো। যদি সত্যিই মারধরের ঘটনা ঘটে থাকে তাহলে ব্যবস্থা নিবো।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি হলের প্রভোস্টের ফোন পেয়ে ১০ মিনিটের মধ্যে প্রক্টরিয়াল টিম নিয়ে এখানে আসি। তবে এখানে অভিযুক্ত কাওকেই খুঁজে পাইনি। আমি হলের প্রভোস্টকে দ্রুত তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫