Logo
×

Follow Us

শিক্ষা

রাবিতে স্বপ্তদশীর নাট্যনির্দেশনা উৎসব শুরু

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ২১:৪৫

রাবিতে স্বপ্তদশীর নাট্যনির্দেশনা উৎসব শুরু

৬ তারিখ শুরু হয়ে এ উৎসব চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী ‘স্বপ্তদশীর নাট্যনির্দেশনা উৎসব–২০২৩’ শুরু হয়েছে। গত রবিবার (৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘এখন দুঃসময়’ নাটকের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। 

৬ তারিখ শুরু হয়ে এ উৎসব চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয়। পর্যায়ক্রমে সুবচন ‘নির্বাসনে’, ‘এলেবেলে’, ‘ত্রিংশ শতাব্দী’ এবং মেহেরজান দিয়ে শেষ হবে। 

এখন দুঃসময় নাটকের নির্দেশক সৌরভ রায় বলেন, নাটকে কয়েকটি শ্রেণিকে তুলে ধরা হয়েছে। বন্যাকবলিত মানুষের দুঃখ দুর্দশার বাস্তব চিত্র, কিভাবে সুযোগ সন্ধানি মানুষ সুযোগের ব্যবহার করে বন্যাকবলিত মানুষের অর্থ সম্পদ লুটপাট করছে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একটা মঞ্চ নাটক একজন নির্দেশিকের কাছে তার সন্তানের মত। পরিশ্রম হচ্ছে, একটা কাজ তৈরী করতে পরিশ্রম হবে এটাই স্বাভাবিক। তবে সেটা আমার কাছে অতটা মনে হয় না। আমি এবং আমার টিম সবসময় আনন্দের সাথে কাজ করেছি।

উৎসবের বিষয়ে কোর্স শিক্ষক ড. আরিফ হায়দার বলেন, মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এটা পরীক্ষা। তারা বিষয় নির্ধারণ করে আমায় জানিয়ে যাবতীয় বিষয় তারা ঠিকঠাক করেছে। এই উৎসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সহায়তা করেছে। শেখ রাসেল স্কুল নাটকের চর্চার জন্য এবং টিএসসিসিতে প্রদর্শনীর জন্য যাবতীয় সহায়তা পেয়েছি। আর এই নাটকগুলোর মাধ্যমে সমাজের প্রাসঙ্গিক দিকগুলো তুলে আনার চেষ্টা করেছে তারা। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫