Logo
×

Follow Us

শিক্ষা

বেরোবিতে প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১৮:১৬

বেরোবিতে প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় ভূগোল ও পরিবেশ বিভাগের গ্যালারি রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আরমান আরাফাত অনিক, জেলা সমন্বয়কারী সোহরাব হোসাইন, যুগ্ম জেলা সমন্বয়কারী নুশরাত নওশীন ও হাসান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফরামের সদস্যসহ অন্যান্য ইয়ুথ লিডারগণ।

প্রশিক্ষকরা জানান, দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সারাদেশে বিভিন্ন অঞ্চলে এই ধরনের কর্মশালা চলমান। একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কি কি করণীয়। সমাজ ও রাষ্ট্রের কি প্রত্যাশা এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার এই প্রত্যাশা ও তরুণ সমাজের প্রতিশ্রুতি নিয়ে কি কি উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন করে তার একটা সুস্পষ্ট ধারণা আমরা এই ট্রেনিংয়ে দেয়ার চেষ্টা করি।

উল্লেখ্য, ইয়ুথ এন্ডিং হাঙ্গার স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সৃষ্ট একটি সহযোগী ছাত্র সংগঠন। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের ভাগ্য নিজে গড়তে এবং অন্যকে সহয়তা করতে প্রতিশ্রুতিবন্ধ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫