Logo
×

Follow Us

শিক্ষা

চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল আগামী সপ্তাহে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১৬:২৯

চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল আগামী সপ্তাহে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল অবশেষে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী সপ্তাহে এ ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান।

আজ শুক্রবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এনটিআরসিএ সচিব বলেন, প্রক্রিয়া প্রায় শেষ। আশা করছি আগামী সপ্তাহের যেকোনো দিন চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারব।

ওবায়দুর রহমান বলেন, আইনি জটিলতা নিয়ে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পেয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। আগামী রবিবার (১৮ আগস্ট) আমরা অনুমতি চাইব। অনুমতি দিলেই যে কোনো দিন ফল প্রকাশ করতে পারব। সেটি আগামী সপ্তাহেই সম্ভব। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫