Logo
×

Follow Us

শিক্ষা

কুবিতে প্রথমবারের মতো আইন অনুষদের ডিন হলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২০

কুবিতে প্রথমবারের মতো আইন অনুষদের ডিন হলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে কোনো শিক্ষক নিয়োজিত না থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইনে উল্লেখ থাকলে এর পূর্বে কখনও বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদের ডিন হিসেবে উপাচার্য দায়িত্ব নিতে দেখা যায় নি। 

এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তার দায়িত্বের মেয়াদ শেষ হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫