Logo
×

Follow Us

শিক্ষা

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নতুন কমিটি গঠন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৬

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নতুন কমিটি গঠন

আবৃত্তি সংগঠন ধ্বনির সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহাজাবিন সাওদা জাহান। ছবি: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২৩-২০২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) এই কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের (৪৭ ব্যাচ) মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের (৪৭ ব্যাচ) মাহাজাবিন সাওদা জাহান।

কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- ইসরাত জাহান ঐশি (ফার্মেসি ৪৭), সাংগঠনিক সম্পাদক-ফয়সাল রাব্বি (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ৪৮), সহ-সাংগঠনিক সম্পাদক- সাদিয়া আফরিন সুমি (ইংরেজি ৪৮), অর্থ সম্পাদক-রিফাত মাহামুদ (পরিসংখ্যান ৪৮), সহ-অর্থ সম্পাদক-আরিফা সুলতানা রিতু (মার্কেটিং ৪৮), দপ্তর সম্পাদক-ফাইজা মাহজাবিন (নগর ও অঞ্চল পরিকল্পনা ৪৮ ব্যাচ), সহ দপ্তর সম্পাদক- সজীব তালুকদার (প্রত্নতত্ত্ব ৪৮), প্রচার ও যোগাযোগ- সাদিয়া সরোয়ার উল্লাস (অর্থনীতি ৪৮) সহ-প্রচার ও যোগাযোগ- হিমাদ্রি শেখর দেবনাথ (ইংরেজি ৫০), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-শাবাব শাহরিয়ার অর্ক (ইংরেজি ৪৯), সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সাদিয়া ইসলাম ইফা (ইংরেজি ৫০), তথ্য প্রযুক্তি সম্পাদক- ইলোরা রশিদ (রসায়ন ৪৯), সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক-লুৎফুন্নাহার লতা (ইংরেজি ৫০)। 

কার্যকরী সদস্য হয়েছেন চারজন। এরা হলেন, ইমতিয়াজ আহমেদ শিহাব (প্রত্নতত্ত্ব ৫১), জান্নাতুন নাইম জান্নাতি (প্রত্নতত্ত্ব ৫১), দেবাঞ্জনা দেব (ইংরেজি ৫১), কাজী হেলেন (ইংরেজি ৫১) 

কমিটিতে সম্মানিত কার্যকরী সদস্যারা হলেন, শিমুল মিত্র (আন্তর্জাতিক সম্পর্ক ৪৬), ইমরান শাহরিয়ার (মার্কেটিং ৪৬), লিমা আক্তার (জার্নালিজম ৪৬) একরামুল হক (রসায়ন ৪৭)। 

উল্লেখ্য ‘ধ্বনি’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ বছর যাবত আবৃত্তি, কবিতা, বাক–উৎকর্ষ বিষয়ে কাজ করে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫