
বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার আহ্বায়ক কমিটির। ছবি: সাভার প্রতিনিধি
বামপন্থী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে। ১৩ সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন আলিফ মাহমুদ। এতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন হাসিব জামান, রায়হান শরীফ ও ইসহাক সরকার।
আজ রবিবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ‘এসো নষ্ট স্রোতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই’ এই স্লোগানকে ধারণ করে এক কর্মীসভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সাইফুল ইসলাম, আকাশ আহমেদ, ইমন, কাউসার আহমেদ, তানজিম আহমেদ, ফাতেমাতুজ জোহরা ও সাব্বির হোসেন। কমিটিতে দুইটি পদ পরবর্তীতে পূরণের জন্য খালি রাখা হয়েছে।
সকল বিভেদের জালকে ছিন্ন করে সারাদেশের সকল নেতাকর্মীদের ছাত্র ইউনিয়নের নীল পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নতুন কমিটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক চরিত্র তা আজ ভূলন্ঠিত। দখলদারিত্বসহ নানান অপকর্ম শিক্ষাঙ্গনের পরিবেশকে কলুষিত করছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়াতে সরকারদলীয় ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। এছাড়া হলে আবাসন সংকট, ডাইনিং এর খাবারের মানহীনতা, উইকেন্ড কোর্স চালু, নিয়োগে স্বজনপ্রীতি, উন্নয়নের নামে গাছ উজাড় করা সহ অন্যান্য সমস্যা থেকে উত্তরণের পথ আমাদের ছাত্র সমাজকেই বের করতে হবে। এর জন্য চাই সুস্থধারার ছাত্র আন্দোলন। সেজন্য আমাদের সবাইকে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে জোরদার করতে হবে।
নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হক মুক্ত, কোষাধ্যক্ষ সালমান রাহাত ও সদস্য এনি সেন।