Logo
×

Follow Us

শিক্ষা

ধূপখোলা মাঠ উদ্বোধনে আমন্ত্রণ পায়নি জবি প্রশাসন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১৯:৪৮

ধূপখোলা মাঠ উদ্বোধনে আমন্ত্রণ পায়নি জবি প্রশাসন

ধুপখোলা মাঠের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দখল হয়ে যাওয়া কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে পরিচিত ধূপখোলা মাঠের উদ্বোধনে আমন্ত্রণ পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ।

রাজধানীর গেন্ডারিয়ায় বুধবার (১১ অক্টোবর) নবনির্মিত এই মাঠের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। কিন্তু এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেউ উপস্থিত ছিল না।

প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের মাঠের কাজটি সম্পন্ন হ‌ওয়ায় তার উদ্বোধন অনুষ্ঠান  হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডের তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানটি উন্নয়ন উৎসব নামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদসহ আরো অনেকে উপস্থিত থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ উপস্থিত ছিল না।

এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস জানান, আমরা যাইনি কারণ আমাদেরকে তাদের পক্ষ থেকে ডাকা হয়নি।

৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. শামসুজ্জোহার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বুঝে উঠতে পারিনি। আমি আগের দিন কার্ডটি পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো উচিত ছিল। বিষয়টি ভুল হয়েছে তা নিয়ে আমি অনুতপ্ত।

বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এবং ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৫নং ওয়ার্ডের আওতাধীন মাঠটি। বিশ্ববিদ্যালয়ের কাছে মাঠের মালিকানা নিয়ে সুনির্দিষ্ট কাগজ-পত্র না থাকলেও এটি ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মাঠের কিছু অংশ শিক্ষার্থীদের ব্যবহার করতে মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন। তখন থেকে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে বলে দাবি বিশ্ববিদ্যালয়টির।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫