Logo
×

Follow Us

শিক্ষা

বেরোবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লোক প্রশাসন বিভাগ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৫৫

বেরোবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লোক প্রশাসন বিভাগ

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি: বেরোবি প্রতিনিধি

‘বাল্যবিবাহ রুখবো, সম্ভাবনার আগামী গড়বো’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথম আন্তঃবিভাগ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ৭-০ ব্যালটে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ।

আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ সড়কে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ অংশগ্রহণ করে।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফার সঞ্চালনায় ও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চিফ মডারেটর ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, আরডিআরএস বাংলাদেশের কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান এনামুল হক, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের জননী প্রকল্প পরিচালক ডা. যতন ভৌমিক প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ বলেন, বিতর্ক যেন উৎসবে পরিণত হয়েছে। এই রকম উৎসবে পরিণত হবে তা ভাবিনি। আমি একটি সমস্যা সমাধান করার জন্য ওমর ফারুককে দায়িত্ব দিয়েছি। সেটা হল এই বিশ্ববিদ্যালয়ে একটা অফিয়ালি বিতার্কিক দল থাকা উচিত। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রত্যেক বিভাগকে অন্তর্ভুক্ত করে এই আয়োজন। আপনাদের প্রতি আমার অনুরোধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি ডিবেটিং সোসাইটি একটি হওয়া উচিৎ, ব্যক্তিগত অনেক থাকতে পারে।

তিনি আরো বলেন, আগামী বছর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক আয়োজন হলে কখনো রাস্তা বন্ধ করে বিতর্ক আয়োজন হবে না। আমি অন্য ব্যবস্থা করব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫