Logo
×

Follow Us

শিক্ষা

জাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিএসই

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৩:২৬

জাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিএসই

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি: জাবি প্রতিনিধি

স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ কর্তৃক আয়োজিত, ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর) এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটিং সোসাইটি অব ইকোনোমিকস (ডিএসই)।

গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে আয়োজিত ফাইনালে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিবেটিং সোসাইটি অফ ইকোনমিকস। 

বিতর্কে ডিবেটার অফ দা টুর্নামেন্ট  হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজিম হোসেন। আর ডিবেটার অফ দা ফাইনাল হয়েছেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারিম আহসান। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার এবং প্রভাষক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেইউডিওর সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি।

এর আগে ২৪ নভেম্বরে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বিতর্কের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্কে বিভিন্ন বিভাগ ও হলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫