
বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনের মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং প্রশাসন ভবনের দক্ষিণ গেটে মহিয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ,বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এরপরে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ‘রোকেয়া পাঠ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এরপর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকা প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দ্বিতীয়বারের মতো বেগম রোকেয়ার দর্শন নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থটি ভবিষ্যতে জ্ঞান চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকাশিত প্রকাশনায় শিক্ষার্থীদের কাছ থেকে তিনি লেখা আহ্বান করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাস্টার প্ল্যান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থনৈতিক সংকটের উত্তরণ ঘটলে ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ম্যুরাল স্থাপনসহ সকল কিছু পরিকল্পিতভাবে তৈরি করা হবে।
আলোচনা সভায় বক্তরা বলেন, মহীয়সী বেগম রোকেয়া শুধু নারী সমাজ নয় বরং সমাজের সব মানুষের জন্য কাজ করে গেছেন।
বক্তরা আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মহীয়সী নারীর ম্যুরাল স্থাপনসহ বিভিন্ন অঙ্গনে নারী শিক্ষক-শিক্ষার্থীদের পদক বা পুরষ্কার প্রদানের ব্যবস্থা করা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মোরশেদ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ অনেকে বক্তব্য দেন।