
বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: চুয়েট প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘আদি থেকে অন্তহীন, আদ্যন্ত অমলিন’ স্লোগান নিয়ে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব ‘আদ্যন্ত ১৮’ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উদ্বোধন এবং বিকাল ৪টায় ফ্ল্যাশমবের মাধ্যমে উৎসবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সন্ধ্যা ৬টায় সকল ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্র হল এবং দুইটি ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা স্লোগান সহকারে মশাল মিছিল নিয়ে ভ্রমণ করে গোলচত্বর সংলগ্ন এলাকায় শেষ করে।
এরপর আতশবাজি ও কনসার্টের মাধ্যমে আনন্দঘন দিনটির পরিসমাপ্তি হয়। কনসার্টের মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড সহজিয়া, কার্নিভাল ও ব্ল্যাক।
উৎসব এর আহ্বায়ক আদিব ইবনে মান্নান বলেন, আজ মশাল মিছিলের মাধ্যমে বিদায়ী সব ব্যাচ এর মত বিদায়ের যাত্রা শুরু হলো আমাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ‘আদ্যন্ত ১৮’ এর। বিদায়টা আরও সুন্দর করতে কাজ করে যাচ্ছে সহপাঠী ও অনুজ সকলে। প্রতিটি সময় নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে পাশে ছিলেন অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্যার এবং ছাত্রকল্যান পরিষদ।
এছাড়া উৎসব সম্পর্কে ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, এটি চুয়েটের একটি অন্যতম আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকলে কেন্দ্রীয় ভাবে প্রফুল্লচিত্তে ইতিবাচকতার সাথে উৎসবটি উদযাপন করে থাকি। প্রতিবারের ন্যায় এবারও সকলের প্রতি আহ্বান থাকবে, সকলে যেন অনুষ্ঠানের নিয়মকানুন ও শর্ত বজায় রেখে সুষ্ঠুভাবে উৎসবটি উদযাপন ও উপভোগ করে।