সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগকে প্রতিহতের আহ্বান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪

ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের লোগো। ফাইল ছবি
ছাত্র ইউনিয়ন কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর উপর হামলা করেছে ছাত্রলীগ। গত বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ এ হামলার ঘটনা ঘটায়।
গণমাধ্যমসূত্রে জানা যায়, সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর পথরোধ করে ছাত্রলীগের ৬-৭ জন নেতাকর্মী। আইন বিভাগের শিক্ষার্থী ছাত্র ইউনিয়ন কর্মী কিনা জানতে চেয়ে তার ওপর হামলা করা হয়। এসময় তার ব্যক্তিগত তথ্য জানার জন্য শিক্ষার্থীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজা ছাত্রলীগের ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে। এটিকে আর ছাত্র সংগঠন বলে অভিহিত করার কোন সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মীদের খুঁজে খুঁজে মারধর করছে ছাত্রলীগ। ছাত্রলীগ ভীত হয়ে আছে, ক্ষমতা চলে গেলে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সময় এসেছে সম্মিলিতভাবে এদের মোকাবিলা করার। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিকট আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগকে প্রতিহত করে গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হন।