আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও পরিষ্কার অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৩
পরিবেশ ও সমাজকল্যাণ ক্লাবের সদস্যদের পরিষ্কার অভিযানের অংশ বিশেষ।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) ক্যাম্পাসে কর্মরত ক্লিনার ও আশেপাশের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে পরিবেশ ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসের আশেপাশের রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন করেন ক্লাবের সদস্যরা।
এসময় ক্লাবের সভাপতি, কোষাধ্যক্ষসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে টেকসই উন্নয়নের উপর দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি