
ড. শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ রাবিসাসের। ছবি: রাবি প্রতিনিধি
জোহা দিবস উপলক্ষে ড. শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্যরা।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনের ড. জোহার সমাধিতে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাসের সঞ্চালনায় ড. শামসুজ্জোহা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনার সমাপনী বক্তব্যে রাবিসাসের সভাপতি তৌসিফ কাইয়ুম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসছে। তবে কার্যকারী কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। আমরা অনেক দিন ধরেই তার আত্মত্যাগের দিনটিকে জাতীয় শিক্ষক দিবস করার দাবি জানিয়ে আসছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লেখনির মাধ্যমে দাবি জানিয়ে যাবো।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সাইফুর রহমান ও নোমান ইমতিয়াজ। যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি, সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম, কার্যনির্বাহী এবং সহযোগী সদস্যরা।