Logo
×

Follow Us

শিক্ষা

অবন্তিকার আত্মহত্যা, অভিযুক্তদের বিচার দাবিতে বেরোবিতে মানববন্ধন

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৩:১৭

অবন্তিকার আত্মহত্যা, অভিযুক্তদের বিচার দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবিতে মানববন্ধন। ছবি: বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্ত নিপীড়নকারী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শনিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে এই মানববন্ধন করেন তারা।

এসময় মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেনো নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগবে। কেনো তাকে আত্মহত্যা করে বিচার চাইতে হবে। তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের অভিযোগ এনে সুইসাইট নোট লিখে গেছে অবন্তিকা। তার এই ধরনের মৃত্যুতে আমরা মর্মাহত ও শংকিত। যে মেয়ে মিলিটারির দীর্ঘমেয়াদি কমিশন্ড অফিসার প্রশিক্ষণ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে কি নিয়ে গেল।

বিচার দাবি করে শিক্ষার্থীরা আরো বলেন, অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আর কোনো প্রাণ না জড়ে।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) কুমিল্লায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫