বেরোবির ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রজিব-জায়ীদ

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৯:২০

সভাপতি মো. ইসমাইল হোসাইন রাজিব ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের জায়ীদ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসাইন রাজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ।
গতকাল শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক কমিটি ঘোষণা করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, রেডন নাসিং ভর্তি গাইডের লেখক মো. আল আমিন তালুকদার তানভীরসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাসকিয়া তাবাসুম, সুদীপ্ত বিশ্বাস, মিজানুর রহমান পলাশ, রুবিনা ইসলাম, মাহরুফ হাসান আহাদ ও ফাহিম আবিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাফওয়ান মাহির রিফাত, কাউছার আহমেদ, মো. সাইদ হাসান নাফি, মো. হাসিবুল হাসান, জয় খান, নুপুর আক্তার, এল এইস নাইম ও তামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তমাল চন্দ্র বিশ্বাস মো. সাব্বির হোসেন, ইসরাত জাহান তন্নী, এমদাদুল শেখ, আফরোজা সুলতানা নিতু, মনির হোসেন আকাশ ও আবু নাইম, কোষাধ্যক্ষ সাদমান হক ও ইসরাফিল হোসেন দপ্তর সম্পাদক শাহরিয়ার আবির ও এনাম রেজা, প্রচার সম্পাদক নাহিদ হাসান ফুয়াদ ও নাদিমুল হক, ভর্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান সিয়াম ও মিজান মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক তাসবীরুন মাশরেকা সুবাহা দীপান্বিতা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নরোত্তম কান্তি দাস ও ইহসনুল হক শিমুল, পর্যটক বিষয়ক সম্পাদক শাকিব হোসাইন ও আশিকুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর ও রাফিন আহম্মেদ রোহান প্রমুখ।