Logo
×

Follow Us

শিক্ষা

বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর, অপেক্ষায় হাজারো গ্রাজুয়েট

Icon

বুটেক্স প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪, ১৩:১৬

বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর, অপেক্ষায় হাজারো গ্রাজুয়েট

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

প্রথমবারের মত সমাবর্তনের হতে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)। চলতি বছরের ৭ সেপ্টেম্বর এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ও জিএমএজি ওসমানী হল মাঠে এই সমাবর্তনের আয়োজন করা হবে। 

চার হাজারের অধিক গ্রাজুয়েটে অংশগ্রহণ করবেন এই সমাবর্তনে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সমাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায়, তখন রাষ্ট্রপতির সময় না পাওয়ায় সমাবর্তন বাস্তবায়ন হয়নি।

অবশেষে ৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সমাবর্তন হওয়ার তারিখ ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

সমাবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, এই সমাবর্তনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং আশা করি এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সমাবর্তনে অনুমতি না দিতে পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫