
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের যারা ঈদে ঢাকায় অবস্থান করবে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ঈদুল আযহার দিন পাঁচটি খাসি দিয়ে আপ্যায়ন করা হবে। এর সঙ্গে পোলাও, কোর্মাও থাকবে।
আজ শনিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, ঈদে ঢাকায় অবস্থান করা শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হবে। হলের শিক্ষার্থীদের এবং সাধারণ শিক্ষার্থীদের তালিকা করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদের দিন অনেক শিক্ষার্থী বাড়ি যেতে পারেন না। উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কারণে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য পাঁচটি খাসি ক্রয় করা হবে। ঈদের দিন খাসির মাংসের সঙ্গে পোলাও, কোর্মাসহ নানা রকমের পদ থাকবে। মূলত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক কর্মচারীরাও থাকেন ঢাকায়। সব মিলিয়ে আমরা ঈদের দিন দুপুরে ৩০০-৩৫০ জনের জন্য খাবারের আয়োজন করব।