Logo
×

Follow Us

শিক্ষা

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল জবি, সড়ক অবরোধ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১৪:০৮

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল জবি, সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে রেখেছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে এবার রাজধানীর রায়সাহেব বাজার মোড় অবরোধ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা ১ ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে সদরঘাটগামী রাস্তাটি অবরোধ করে। সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থানের পর রায়সাহেব বাজারে এসে অবস্থান করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা- ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধা না কোঠা? মেধা মেধা’ ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথায় কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, ‘মেধাবীরা মুক্তি পাক’, ‘এসো মোরা ভাই-বোন, গড়ে তুলি আন্দোলন’ — এরকম নানা স্লোগান দিতে থাকে।

রাস্তা অবরোধের কারণে সদরঘাটের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে রায়সাহেব বাজারে এসে অবস্থান নিলে রায়সাহেব বাজারের আশেপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী হৃদয় হাসান বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছে। অথচ কোটা ব্যবস্থা বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে অন্যদিকে কোটাধারীরা সুবিধা পাচ্ছে। আমাদের দাবি এখনো পূরণ হয়নি। দাবি না মানা পর্যন্ত এভাবেই আমাদের আন্দোলন চলবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫