Logo
×

Follow Us

শিক্ষা

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

Icon

ববি প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১৮:২৬

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশে  সাথে কর্মসূচি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে তিনটায় এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিতে শুরু করে পুলিশ। এসময় প্রায় শতাধিক পুলিশ অবস্থান নেয় মহাসড়কটিতে। পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জমায়েত হতে শুরু করে। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে মূল ফটক দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এসময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিলে পুলিশের কয়েকটি গাড়ি ক্যাম্পাসের সামনের মহাসড়ক ত্যাগ করে। ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই, মেধা না কোটা? সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা রক্ত দিবো। তবুও মহাসড়ক ছাড়বো না। আমাদের দাবি মেনে না নিলে আমরা মহাসড়ক ছাড়বো না। কোনো অপশক্তি আমাদের মাথা নোয়াবার পারবে না। 

উল্লেখ্য, গত ৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫