Logo
×

Follow Us

শিক্ষা

ইবিকে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস ঘোষণা কোটা আন্দোলনকারীদের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:৫৩

ইবিকে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস ঘোষণা কোটা আন্দোলনকারীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীরা। গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পোস্টার সাটিয়ে দেয় তারা। পোস্টারে লেখা ছিল ‘ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’।

এদিকে সারাদেশে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ এর অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

বিকেল সোয়া তিনটায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকে থাকা এক শাখা ছাত্রলীগ নেতার পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। দুই ঘণ্টা পর সোয়া পাঁচটায় ক্যাম্পাসকে ছাত্রলীগমুক্ত ঘোষণা করে প্রধান ফটকে পোস্টার সাটিয়ে দেয় তারা।


এদিকে বুধবার ক্যাম্পাসের পার্শ্ববর্তী মেস থেকে এক আন্দোলনকারী শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পরে শৈলকূপা থানা পুলিশ তাকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিক্ষোভে তারা ওই শিক্ষার্থীর মুক্তির দাবি করলে উপস্থিত পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে তার মুক্তির আশ্বাস দেন আন্দোলনকারীদের। তিন ঘণ্টা পর বিকাল সোয়া ছয়টার দিকে মহাসড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, বুলেট দিয়ে আন্দোলন থামানো যাবে না। আমাদের শরীরে প্রতিবাদীদের রক্ত বইছে। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথে লড়বো। এজন্য যদি আমাদের রাজপথে জীবন দিতে হয় তাহলে আমরা তার জন্যও প্রস্তুত আছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫