Logo
×

Follow Us

শিক্ষা

শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে যোগাযোগে মোবাইল নম্বর দিল ঢাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১৭:০৪

শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে যোগাযোগে মোবাইল নম্বর দিল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: ঢাবি প্রতিনিধি

উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে নিরপরাধ ও হয়রানির শিকার হওয়া শিক্ষার্থীদের সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদেরকে সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ (মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬-৩৮৯)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ওই বিজ্ঞপ্তি আরো বলা হয়, ‘নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫