Logo
×

Follow Us

শিক্ষা

আন্দোলনে শিক্ষকদেরও চান বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

Icon

ববি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১৪:১৯

আন্দোলনে শিক্ষকদেরও চান বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়।

ঢাবি, জাবি, রাবিসহ দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজপথে নেমে এসে নিপীড়নবিরোধী আন্দোলনে সামিল হওয়ায় আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (৩০ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠিতে তারা এ আহ্বান জানান। শিক্ষার্থীদের পক্ষ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবির। 

তিনি বলেন, গতকাল রাতে শিক্ষার্থীরা আমাকে একটি চিঠি পাঠিয়েছে। আমাদের শিক্ষক সমিতি থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী মিটিং করা লাগে। দ্রুত মিটিং ডাকার জন্য চেষ্টা করতেছি। সভা ডাকার নির্দিষ্ট  একটি সময়সীমা আছে। আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব। 

চিঠিতে শিক্ষার্থীরা লিখেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে সারাদেশের শিক্ষার্থীদের ওপর চলমান হত্যাকাণ্ড/গুমের ঘটনায় বাংলাদেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো করে আপনারাও তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। আমরা মনে করি গোটা দেশকে আগামী দিনের দিশা দেখানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের আর আজকের দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দিশা দেখানোর ঐতিহাসিক দায়িত্ব আপনাদের ওপর অর্পিত হয়েছে। এমতাবস্থায় নিজেদের নৈতিক অবস্থান সমুন্নত রাখা এবং মর্মপীড়া থেকে মুক্ত হওয়ার জন্য ঢাবি, জাবি, রাবিসহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় আপনারাদেরও রাজপথে নেমে আসা/ নিপীড়নবিরোধী আন্দোলনে সামিল হওয়া ব্যতীত আর কোনো পথ খোলা নেই।

চিঠিতে তারা আরো লিখেন, আমরা বিশ্বাস করতে চাই আপনারা অতিসত্বর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ছাত্র-শিক্ষক যৌথ কর্মসূচি ঘোষণা করে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় এগিয়ে আসবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫