Logo
×

Follow Us

শিক্ষা

হয়রানি হলে বেরোবি শিক্ষার্থীদের প্রক্টরকে জানানোর নির্দেশ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১৪:৫১

হয়রানি হলে বেরোবি শিক্ষার্থীদের প্রক্টরকে জানানোর নির্দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি: সাম্প্রতিক দেশকাল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর/সহকারী প্রক্টরকে তা অবহিত করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এই প্রক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন।

এতে আরো বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর/সহকারী প্রক্টরকে অবহিত করার জন্য বলা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫