৭ দিনের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১৭:০০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি: সংগৃহীত
দেশের বর্তমান পরিস্থিতিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের অবৈধ শিক্ষার্থীদের ৭ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয় হল প্রশাসন।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে হল প্রভোস্ট শাহীনুর রহমানের সাক্ষরিত জরুরি একটি নোটিশে মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে বিগত সময়ে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩ টার মধ্যে হল কর্তৃপক্ষের নির্ধারিত ফরম পূরণ ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি জমাদান সাপেক্ষে কক্ষে নিজস্ব সকল জিনিসপত্র গ্রহণ পূর্বক হল ত্যাগের নির্দেশ প্রধান করা হলো।
নোটিশে আরো বলা হয়, উক্ত সময়ের মধ্যে কক্ষে রক্ষিত নিজস্ব জিনিসপত্র গ্রহণ না করলে হল কর্তৃপক্ষ কোন দায় বহন করবে না।