Logo
×

Follow Us

শিক্ষা

ইবি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ২১:৫৬

ইবি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনজনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বলল, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না।’ তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন ঊর রশিদ আসকারীর মেয়াদ শেষ হলে একমাস ভিসির পদ ফাঁকা থাকে। পরে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়া ২০২১ সালের ৩০ জুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫