Logo
×

Follow Us

শিক্ষা

ঢাবির নতুন প্রক্টর সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দীন আহমেদ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১৯:০৩

ঢাবির নতুন প্রক্টর সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দীন আহমেদ

সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দীন আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দীন।

আজ বুধবার (২৮ আগস্ট) নিজেই সাম্প্রতিক দেশকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একই দিনে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাবি উপাচার্য সহযোগী অধ্যাপক সাইফুদ্দীনকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

এর আগে ৮ আগস্ট ব্যক্তিগত কারণে দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেন। ওইদিনই সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫