Logo
×

Follow Us

শিক্ষা

পিএসসি’র বিশেষ সভায় যে সিদ্ধান্ত হলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৪

পিএসসি’র বিশেষ সভায় যে সিদ্ধান্ত হলো

ফাইল ছবি

চাকরিপ্রার্থীদের নানা দাবির বিষয়ে আলোচনা করতে বিশেষ সভা ডেকেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি) গতকাল বুধবার (২৮ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের দাবিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, নন-ক্যাডারের চাকরিপ্রার্থীদের নানা দাবি নিয়ে বিশেষ সভায় আলোচনা হয়েছে। প্রার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেটি পিএসসি বাস্তবায়ন করবে।

ওই কর্মকর্তা আরও বলেন, পিএসসি’র সবকিছুই আইন দ্বারা পরিচালিত হয়। এ আইনের বাইরে গিয়ে পিএসসি’র কাজ করার সুযোগ নেই। বিষয়টি বার বার প্রার্থীদের বোঝানোর পরও তারা আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে পিএসসি তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এতে অন্যান্য বিসিএস এবং নন-ক্যাডারের প্রার্থীদের ক্ষতি হচ্ছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একাধিক বিসিএসের ক্যাডার, নন-ক্যাডারের প্রার্থীরা পিএসসি’র সামনে আন্দোলন করে আসছেন। আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করে তাদের দাবি শুনেছে পিএসসি। এরপরও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫