Logo
×

Follow Us

শিক্ষা

রাবি অধ্যাপক মোস্তাককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৮

রাবি অধ্যাপক মোস্তাককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

অধ্যাপক ড. মুসতাক আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুসতাক আহমেদকে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে পাঠানো অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগের কার্যক্রম থেকে এ অব্যাহতি বলবৎ থাকবে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলন সরকারের পৈশাচিক গণহত্যাকে সমর্থন, বিভাগের অর্থ আত্মসাৎ এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করার অভিযোগের অধ্যাপক ড. মুসতাক আহমেদের অপসারণের দাবি তুলে রেজিস্ট্রার এবং বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া অধ্যাপক মুসতাক আহমেদের অপসারণ না হওয়া পর্যন্ত বিভাগের কোনো একাডেমিক কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না এ দাবি জানিয়ে বিভাগের সভাপতি বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের একাডেমিক কমিটির বৈঠকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫