
অধ্যাপক ড. তারিকুল হাসান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেজিস্ট্রার উপাচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. তারিকুল হাসান বলেন, আজ সকাল ১০ টার দিকে উপাচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছি। ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।
রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ করছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন। শিক্ষার্থীর দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে ক্লাস চালু করা। আমরা রেজিস্ট্রারকে জানিয়েছে উপাচার্য নিয়োগ হওয়ার জন্য বসে না থেকে ডিনদের সাথে বসে ক্লাস শুরু করার জন্য আলোচনা করা। ১৯৭৩ অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের অনুপস্থিততে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অথচ তিনি কোন পদক্ষেপ না নিয়ে ফোনও ধরেন না। বরং পেছনের তারিখে নথিপত্রে স্বাক্ষর করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করেছি।