Logo
×

Follow Us

শিক্ষা

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১৫:৪১

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: জাবি প্রতিনিধি

ফ্যাসিবাদের আমলে সংঘটিত সকল অন্যায়ের বিচার জুলাই গণহত্যার বিচার, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনের ঢাকা –আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা ২৫ মিনিট ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি তুলেন এবং জুলাইয়ে গণহত্যার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন। তাদের রক্তের ঋণ শোধ করা আপনাদের প্রধান দায়িত্ব। আপনাদের এসির বাতাস খাওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় নাই। অবিলম্বে আপনারা জুলাই গণহত্যায় জড়িত সকলকে বিচারের মুখোমুখি করবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে আমরা একবিন্দু ও ভাবব না।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, গণঅভ্যুত্থানের প্রায় আড়াইমাস পেড়িয়ে গেছে। এখনো জুলাই বিপ্লবের যোদ্ধারা হাসপাতালে বেডে কাতরাচ্ছে। কিন্তু জুলাই গণহত্যার সাথে জড়িতরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই জুলাই গণহত্যার সাথে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 

এসময় বিশ্ববিদ্যালয়ের আটচল্লিশ ব্যাচের শিক্ষার্থী, সোবাইব আহমেদ বলেন, ফ্যাসিস্টদের কোন অনুশোচনা থাকে না। আওয়ামী লীগের ও কোন অনুসূচনা নাই। তারা প্রতিশোধ নেওয়ার জন্য আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসতে।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসিফ সোনা তোমার ঘুমটা একটু ভাঙ্গাও। ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস্টকে মানুষ করতে পারবা না। অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়েছি, সেই স্বৈরাচারী সরকারের পুনর্বাসনের চেষ্টা করছে একটা গোষ্ঠী। আমরা যে সরকারকে ক্ষমতায় বসিয়েছি আজ দেখতে পারছি তারা খুনিদের বিচার না করে আমাদের নির্যাতিত ভাইদের গ্রেপ্তার শুরু করেছে। ইউনুস সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা যদি জুলাই বিপ্লবের স্পিরিট ভুলে যান, তাহলে আমরা আবার রাস্তায় নামবো। স্বৈরাচারকে যেভাবে নামিয়েছি আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে আমাদের সময় লাগবে না। আপনার দপ্তরে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫